ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। আজ রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদন বলছে, নিহতদের মধ্যে একজন এক বছর বয়সী শিশু। তার মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো রোববার শিশুসহ দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, নিহতদের ম্যধে একজন তরুণীও রয়েছেন। বিবিসি লিখেছে, রাশিয়ার হামলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনটি অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের সমস্ত অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। রাতভর হামলায় বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন আংশিকভাবে ধ্বংস হয়েছে এবং কিছু এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে। তাকাচেঙ্কো বলেন, কিয়েভের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানানো হয়েছে। রাশিয়ানরা...