নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। জানা গেছে, তার বাবা আক্কাস আলী বর্তমানে মাসিক ৮ হাজার টাকা বেতনে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন। অভিযোগ উঠেছে, নাসুমের সঙ্গে বাবার চার বছরের বেশি সময় যোগাযোগ না থাকায় তিনি এই পেশা নিতে বাধ্য হয়েছেন। সংবাদটি ছড়িয়ে পড়ার পর ক্রিকেট ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে সমালোচনায় মুখর হন, কেউ আবার বলেন, "আসল ঘটনা না জেনে মন্তব্য করা ঠিক নয়।" ঠিক এই বিতর্কের মাঝেই টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে বলেন:"মাঠের পারফরম্যান্সই আলোচনার বিষয় হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নয়— আমাদের এসব বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত।" মুমিনুলের এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ তার সতর্কতা...