নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট ছড়ানোর বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করা হয়। সেনাবাহিনী জানায়,“সম্প্রতি একটি চক্র সেনাবাহিনীর নাম, পদবী, এমনকি সেনা সদস্যদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা ও প্ররোচনামূলক তথ্য ছড়াচ্ছে।” এ বিষয়ে সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যবহারের নীতিমালা তুলে ধরে জানিয়েছে,“সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি কিংবা অফিসিয়াল পরিচয় ব্যবহার করে কোনো ধরনের পোস্ট বা কনটেন্ট প্রকাশের অনুমতি নেই।” বিবৃতিতে সেনাবাহিনী সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে:“এ ধরনের ভুয়া ও উসকানিমূলক পোস্ট দেখে কেউ যেন বিভ্রান্ত না হন। কারো কাছে যদি এ ধরনের কার্যকলাপ সম্পর্কে তথ্য থাকে, তাহলে...