যশোরের বাঘারপাড়ায় চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতাতাসকিনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি করেছেন বাঘারপাড়ার মহিরণ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোক্তার আলী। আসামিরা হলেন, বাঘারপাড়া মহিরণ গ্রামের তাসকিন, তার ছোট ভাই মাসুম বিল্লাহ, একই গ্রামের সুইট হোসেন ও মিরাজ হোসেন। এ ঘটনায় শুক্রবার রাতে বাঘারপাড়া থানা পুলিশ মাসুম বিল্লাহকে আটক করে শনিবার আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, তিনিসহ আরও দুইজন বাঘারপাড়া পৌরসভা থেকে ইজিবাইকের টোল আদায়ের জন্য ইজারা নিয়েছেন। তাসকিন ও মাসুম বিল্লাহ প্রতিদিন দুইশ’ টাকা করে চাঁদা দাবি করতেন এবং ইতিমধ্যে ৪শ’ টাকা আদায়ও করেছেন। এই বিষয় নিয়ে কথাকাটাকাটির পর শক্রতা সৃষ্টি হয়। ঘটনার দিন গত (৪ সেপ্টম্বর) বৃহস্পতিবার রাত আটটার দিকে মোক্তার, তার ভাই নুর ইসলাম ও...