‘One Voice for Radiotherapy’ – এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সারাবিশ্বে এ বছরই প্রথম ৭ সেপ্টেম্বর উদযাপিত হচ্ছে বিশ্ব রেডিওথেরাপী সচেতনতা দিবস (World Radiotherapy Awareness Day – WRAD)। ২০২৫ সালের এ আয়োজনের মূল উদ্দেশ্য হল- ক্যানসার চিকিৎসায় রেডিয়েশন থেরাপির গুরুত্বকে এক কণ্ঠে, একসাথে বিশ্বের সামনে তুলে ধরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর কোটি কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। এদের অন্তত ৫০–৬০ শতাংশ রোগীর চিকিৎসার একটি অপরিহার্য অংশ হলো রেডিয়েশন থেরাপি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রেডিয়েশন থেরাপি রোগীর ক্যান্সার নিয়ন্ত্রণ, রোগমুক্তি, এমনকি দীর্ঘায়ু নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবুও সাধারণ মানুষের মধ্যে এখনো রেডিয়েশন নিয়ে ভুল ধারণা ও ভয় বিদ্যমান। অনেকেই মনে করেন রেডিয়েশন থেরাপি মানেই গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া বা অনিশ্চিত ফলাফল। বাস্তবে আধুনিক যন্ত্রপাতি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে আজকের...