স্থানীয়রা জানায়, রোববার সকাল ৮টার দিকে প্রতিবেশীরা ঘরের সামনের বারান্দায় আকলিমাকে গলাকাটা অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ভেতর প্রবেশ করেন। সেখানে তারা আকলিমার স্বামী স্বপন মোল্লার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই দম্পতির মরদেহ উদ্ধার করে। কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াকুব হোসাইন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখন পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না। আমরা জিজ্ঞাসাবাদ করছি। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।নিউজজি/এসএম...