০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ এএম রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে গোয়ালন্দ থানার বিভিন্ন স্থান থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রয়ছেন। এছাড়া এখন পর্যন্ত নুরাল পাগলের মাজার ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনায় কোনো অভিযোগ আসেনি। গ্রেফতাররা হলেন, গোয়ালন্দের দেওয়ান পাড়ার আফজাল সরদারের ছেলে মো. শাফিন সরদার (১৯), মো. জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২),...