নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আনন্দঘন বাসর রাতে মোর্শেদা আকতার নামের এক নববধূ তার স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের দৌলতপুর ময়নাপাড়া গ্রামে এঘটনাটি ঘটে। পরেরদিন শনিবার ঘটনাটি জানাজানি হলে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান,পাইকা দৌলতপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে নজরুল ইসলামের(২৩) সাথে পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাজনগর গ্রামের মোর্শেদা আক্তারের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে রীতি অনুসারে নবদম্পতির জন্য সাজানো হয় বাসর ঘর। সেই বাসর ঘরে রাত কাটাতে গিয়ে নববধূ মোর্শেদা আকতার পূর্ব পরিকল্পিত ভাবে স্বামী নজরুলকে কোন কিছু বুঝতে না দিয়ে তার গোপনাঙ্গ নতুন ব্লেড দিয়ে কেটে দেয়। মধ্যরাতে নজরুল প্রাণফাটা চিৎকার দিলে আশেপাশের লোকজন তার বাড়িতে ছুটে এসে তাক রক্তাত্ত অবস্থায় দেখতে পান। পরে ওই...