গণমাধ্যম দপ্তর ইসরায়েলের সহযোগী দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে এ ধ্বংসযজ্ঞের জন্য দায়ী করেছে। তারা আরব ও ইসলামি দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে হামলা বন্ধ করা, অবরোধ প্রত্যাহার করা, বাস্তুচ্যুত পরিবারগুলোকে ঘরে ফেরানো এবং ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে।এদিকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজায় ‘গণহত্যামূলক যুদ্ধের’ ৭০০তম দিনে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। সমগ্র অঞ্চল এখন দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে আছে।উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে দেশটি বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যা মামলার মুখোমুখি। এদিকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজায় ‘গণহত্যামূলক যুদ্ধের’ ৭০০তম দিনে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। সমগ্র অঞ্চল এখন দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে আছে।উল্লেখ্য,...