বাংলাদেশের ছাত্ররাজনীতি কেবল ক্যাম্পাসের রাজনীতি নয়; এটি দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরত্বপূর্ণ অধ্যায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরশাসনের পতন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান—প্রতিটি সংকট- সংগ্রামেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রনী ভূমিকা পালন করেছে। বুলেটের মুখে বুক পেতে দিয়ে দেশের ইতিহাসের গতিপথ নির্ধারণ করেছে। এসব আন্দোলনে ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল শুধুই নেতৃত্ব দেওয়াই নয়; বরং তারা জনগণের সঙ্গে একাত্ম হয়ে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের পথ খুলে দিয়েছে। ২০২৪ সালে ফ্যাসিস্ট হাসিনার পলায়নের মাধ্যমে ছাত্রদের ভূমিকা আরও স্পষ্ট হয়েছে।কিন্তু এই ছাত্রসমাজই দীর্ঘদিন ধরে নেতৃত্ব নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত। দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে বহু বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ২০১৯ সালে,...