উত্তরা থেকে মতিঝিলের পথজুড়ে যানজটের আঁধার পেরিয়ে আলোর পথ নিয়ে ছুটে চলেছে মেট্রোরেল। মেট্রোরেলের পরিধি যেমন বাড়ছে, তেমনি সমান তালে বাড়ছে যাত্রীদের প্রত্যাশাও। বর্তমানে প্রতিদিন গড়ে চার লাখের বেশি যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। প্রতিটি ট্রেনে গড়ে দুই হাজার যাত্রী যাতায়াত করেন। যাত্রী চাহিদা মেটাতে নতুন কোচ যুক্ত নয়, মেট্রোরেলে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। কোচ বাড়ানোর কথা-বার্তা চললেও বড় অঙ্কের বিনিয়োগ আর লম্বা সময় লাগবে বলে এ বিষয়টি আটকে যায়। এখন তাই ট্রেনের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদ বলেছেন, নতুন করে বিনিয়োগ করা কঠিন। এখন ট্রেনের সংখ্যা বাড়ানোর ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। নতুন লোকবল নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে।...