মৌলভীবাজার: সিলেটের লোকঐতিহ্যের অন্যতম আকর্ষণ ধামাইল নৃত্যগীত। একসময় বিয়ে, পূজা, অন্নপ্রাশন কিংবা গ্রামীণ আনন্দ-অনুষ্ঠান সবকিছুতেই ধামাইল ছিল অপরিহার্য।নারীরা হাততালি দিয়ে চক্রাকারে ঘুরে ঘুরে গান গাইতেন, তাতে ফুটে উঠত তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না আর জীবনের বেদনা। সেই ধামাইল নাচ-গান আজ বিলুপ্তির পথে। এই হারানো ঐতিহ্য আঁকড়ে ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন একজন মানুষ, নাম তার রামকৃষ্ণ সরকার। তবে এখন আর ভালো নেই তিনি। রোগে-শোকে বিপণ্ণ হয়ে গেছে তার জীবন। কয়েক মাস ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে অসহায় জীবন পার করছেন তিনি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের সন্তান রামকৃষ্ণ সরকার। ছোটবেলা থেকেই ধামাইলের প্রতি ছিল গভীর টান। আশপাশের গ্রামে বিয়ের আসরে গিয়ে গোল হয়ে হাততালি দিয়ে নেচে ওঠা নারীদের ধামাইল নাচ তাকে মুগ্ধ করত। সেই টান থেকেই শুরু হয় তার আজীবনের...