ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় ঢাকামুখী লেনে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তারা দুজন বাসের হেলপার ও সুপারভাইজার। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম রবিউল (৩০)। তিনি পাবনার সাথিয়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে এবং বাসের সুপারভাইজার ছিলেন। নিহত হেলপারের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের হাফেজিয়া এলাকায় ট্রাক দাড়িয়ে ছিল। এ সময় ‘শ্যামলী পরিবহন’ নামের একটি বাস পেছনে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাসের সুপারভাইজার ও চালককে ফেনী সদর হাসপাতালে নিলে সুপারভাইজারের মৃত্যু হয়। গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছেন। বিষয়টি...