ভারতের রাজনীতি থেকে অপরাধমুক্তির ডাক দিলেও খোদ নরেন্দ্র মোদির দলেই ৪০ শতাংশ মন্ত্রী বিভিন্ন মামলার আসামি। তথ্য বলছে, বিজেপির ৩৩৬ মন্ত্রীর মধ্যে ১৩৬ জনের নামে ফৌজদারি মামলা রয়েছে। ৮৮ জনের বিরুদ্ধে আছে খুন, হত্যাচেষ্টা, অপহরণ কিংবা নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধের অভিযোগ।সম্প্রতি ভারতের লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান সংশোধনী বিল উপস্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে অন্তত ৩০ দিনের জন্য জেলে থাকলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্যকোনো মন্ত্রীকে পদ হারাতে হবে।সরকারের দাবি, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা এবং জনগণের আস্থা বজায় রাখাই এর মূল লক্ষ্য। তবে স্বাধীন গবেষণা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এডিআর’র তথ্য বলছে, খোদ নরেন্দ্র মোদির দলেই ৪০ শতাংশ মন্ত্রী বিভিন্ন মামলার আসামি।এডিআর-এর তথ্যে বলা হয়েছে, বিজেপির ৩৩৬ মন্ত্রীর মধ্যে ১৩৬ জনের নামে ফৌজদারি মামলা রয়েছে। ৮৮...