স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজের পর আমিনুল হক নোমানী তার নিজ ঘরে অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বা জড়িতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময়ে তিনি ঘরে একা ছিলেন। পরিবারের সদস্যরা অন্যত্র থাকায় এই সুযোগে দুর্বৃত্তরা উপর্যপুরী ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার...