রাজশাহী: বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্যগুদামে মজুদকৃত বিপুল পরিমাণ নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত লাল তামরি চাল বিতরণের অভিযোগে স্থানীয় প্রশাসন অবশেষে পদক্ষেপ নিয়েছে। অভিযুক্ত উপ-পরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করে নওগাঁর নিয়ামতপুর খাদ্য নিয়ন্ত্রকের দফতরে সংযুক্ত করা হয়েছে। যদিও এই দেরিতে নেয়া সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনের দায় এড়ানোর চেষ্টা বলেই অনেকে মনে করছেন।উল্লেখযোগ্য হলো- এ সমস্ত নিম্নমানের চাল বরাদ্দ দেয়া হয়েছিল দুস্থ নারী ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীদের জন্য। অথচ এসব চাল দুর্গন্ধযুক্ত, নিম্নমানের এবং খাদ্যোপযোগী নয় যা মানবাধিকারের লঙ্ঘনের শামিল।পাশাপাশি থাকা ৩টি গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা, খাদ্য অধিদপ্তরের পরিদর্শক এবং সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন তদন্তে গিয়ে বিষয়টির সত্যতা পান। অভিযান শেষে গুদাম সিলগালা করা হলেও প্রশ্ন উঠেছে এতোদিন প্রশাসন কী করছিল?বিভিন্ন সূত্র জানায়, প্রকিউরমেন্টের মাধ্যমে সংগ্রহ করা ভালো মানের ধান মিলার আতাউরের...