বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন ভক্তদের কাছে সবসময়ই কৌতূহলের বিষয়। আর এবার আলোচনায় এসেছেন অভিনেত্রী ও প্রযোজক দিব্যা খোসলা কুমার। কোটি কোটি টাকার মালিক হয়েও চরিত্রের প্রয়োজনে তাঁকে বস্তিতে থাকতে হয়েছে এবং ঘরের সব কাজ নিজ হাতে করতে হয়েছে। শিগগিরই মুক্তি পাচ্ছে দিব্যা খোসলা কুমার ও নীল নীতিন মুকেশ অভিনীত ‘এক চতুর নার’। সিনেমাটিতে দিব্যাকে দেখা যাবে এক দরিদ্র মহিলার চরিত্রে। পরিচালক উমেশ শুক্লার নির্দেশনায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য দিব্যাকে লখনউয়ের বাদশা নগরের একটি বস্তিতে মাসের পর মাস থাকতে হয়েছিল। সেখানে তিনি ঝাড়ু দেওয়া, মুছা, রান্নাসহ সব গৃহকর্ম করেছেন নিজ হাতে। এমনকি স্থানীয় উপভাষাও শিখেছেন। দিব্যার ভাষায় তিনি এক মাস ধরে দুর্গন্ধযুক্ত নর্দমার পাশে থেকেছেন এবং ধীরে ধীরে এই কঠিন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন। দিব্যা খোসলা কুমার শুধু অভিনেত্রী নন, তিনি...