নিজস্ব প্রতিবেদক : এ বছরের শেষ চন্দ্রগ্রহণ ঘটবে আজ, ৭ সেপ্টেম্বর (রবিবার) রাতে। এটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা বাংলাদেশ থেকেও খালি চোখে দেখা যাবে—আকাশ মেঘমুক্ত থাকলে। চন্দ্রগ্রহণটি চলবে ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। মোট স্থায়িত্ব হবে ৭ ঘণ্টা ২৭ মিনিট। পেনুম্ব্রাল গ্রহণ শুরু: রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড পূর্ণগ্রাস গ্রহণ শুরু: রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড এই গ্রহণে চাঁদ সাধারণ সময়ের তুলনায় প্রায় ৭% বড় এবং ১৫% বেশি উজ্জ্বল দেখা যাবে। গ্রহণ চলাকালে চাঁদ একটি লালচে আভা ধারণ করবে—এ কারণেই একে ‘সুপার ব্লাড মুন’ বলা হয়। এই গ্রহণটি বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ থেকে দেখা যাবে।উত্তর...