বিশ্বকাপ বাছাইয়ে আর্মেনিয়ার বিপক্ষে হেসেখেলে পর্তুগাল জিতবে, সেটাই ছিল অনুমেয়। দেখার বিষয় ছিল, ফিফা র্যাঙ্কিংয়ে ১০৫ নম্বরে থাকা দলটির বিপক্ষে কত বড় ব্যবধানে জেতে রবের্তো মার্তিনেসের দল। আর দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো কয়টা গোল করেন। ভাসগেন সার্গসিয়ান রিপাবলিকান স্টেডিয়ামে গতকাল শনিবার রাতে একপেশে ম্যাচে আর্মেনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ফিফা র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা দলটির বড় জয়ে জোড়া গোল করেছেন রোনালদো। এছাড়া জোড়া গোল করেছেন রোনালদোর আল নাসর সতীর্থ জোয়াও ফেলিক্স। অন্য গোলটি জোয়াও ক্যানসেলোর। গতকালের জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে একটা রেকর্ডে ছাড়িয়ে গেছেন রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসিকে তিনে ঠেলে দ্বিতীয় স্থানে উঠলেন পর্তুগিজ মহাতারকা। রোনালদোর সামনে এখন শুধুই গুয়াতেমালার রুইস। বিশ্বকাপ বাছাইয়ে ৪৭ ম্যাচে সর্বাধিক ৩৯ গোল নিয়ে তালিকায় সবার ওপরে আছেন...