গতকাল শনিবার বিকেলে উপজেলার পৌর শহরের গোডাউন ঘাট এলাকা থেকে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কৌশিক কুমার সাহা রাজশাহীর শাহমখদুম থানা এলাকার স্বপন সাহার ছেলে। তিনি রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষে গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৌশিক গত শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাজশাহী থেকে সিংড়ায় তাঁর মামার বাড়িতে বেড়াতে যান। শনিবার দুপুরে কৌশিক বাড়ির পাশের আত্রাই নদীর গোডাউন ঘাটে গোসল করতে যান। সেই নদীতেই তিনি ডুবে যান। অনেক সময় তিনি পানি থেকে না উঠলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। পরে ঘটনাটি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের জানানো হয়। পরে সিংড়া ফায়ার সার্ভিসের...