০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের নৃশংস হামলার পর ছয় দিন লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চেতনা ফিরে পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের ছাত্র ইমতিয়াজ আহমেদ সায়েম। অন্যদিকে সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মামুন মিয়ার মাথার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করে চলছে চিকিৎসা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টিম এই দুই শিক্ষার্থীর চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। ডা. ইসমাঈল জানান, ইমতিয়াজ আহমেদ সায়েমের হাত-পা নাড়াচ্ছেন। পরিবারের সদস্যদের চিনতে পারছেন। কনশাস লেভেল ১০থেকে ১২ এর মধ্যে ওঠানামা করছে। একটি সুস্থ মানুষের স্বাভাবিক মাত্রা ১৫ হলেও, তার অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। রক্তক্ষরণজনিত জটিলতা থাকলেও শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।...