ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এরপরই তারা একটি উঁচু ভবনে বিমান হামলা চালায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি বাহিনী শহরের উপকণ্ঠে আক্রমণ চালাচ্ছে। কেননা, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজা শহর দখলের নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু বলেন, ‘গাজা শহর হামাসের একটি শক্ত ঘাঁটি এবং এটিকে দখল করা হামাসকে পরাজিত করার জন্য অত্যাবশ্যক।' গাজা সিটিতে ইসরাইলের নতুন করে শুরু করা এই অভিযানে লাখ লাখ ফিলিস্তিনির আবারও বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধের আগে শহরটিতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করতেন, যা গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচাই আদরিয়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণ গাজার...