তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-এর অনুমোদন বাতিল করেছে ওয়াশিংটন, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি অবাধে যুক্তরাষ্ট্র থেকে চীনে উন্নত প্রযুক্তি পাঠাতে পারত। কোম্পানিটি জানিয়েছে, এই পদক্ষেপ তাদের চীনের উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে, যদিও সেখানে মূলত পুরোনো প্রজন্মের চিপ উৎপাদন হয়। বিবিসির খবরে বলা হয়, গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্সের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এর ফলে চীনে তাদের কারখানায় মার্কিন পণ্য সরবরাহ আরো কঠিন হয়ে পড়েছে। টিএসএমসি জানিয়েছে, তারা পরিস্থিতি মূল্যায়ন করছে এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করবে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা চীনে তাদের কারখানার কার্যক্রম অব্যাহত রাখায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন সরকার জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ চীনে টিএসএমসির উন্নত প্রযুক্তি রপ্তানির অনুমতি বাতিল করা হবে। তবে কত দ্রুত নতুন লাইসেন্স অনুমোদিত হতে পারে, তা এখনো পরিষ্কার নয়।...