এটা সবাই জানে যে, ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) হলো বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। গত পাঁচ বছরে বোর্ডের আর্থিক সক্ষমতা কয়েকগুণ বেড়েছে। ২০১৯ সালের তুলনায় তাদের ব্যাংক ব্যালেন্স বেড়েছে প্রায় ১৪,৬২৭ কোটি রুপি বা ১৯,৩২১ কোটি টাকা। ২০২৪ অর্থবছরের হিসাবে বিসিসিআইয়ের ব্যাংক ব্যালেন্স দাঁড়িয়েছে ২০,৬৮৬ কোটি রুপি, যা ২৭,৩৪৭ কোটি টাকার সমান। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংস্থাটির সাধারণ সম্পাদক জানিয়েছেন, ২০১৯ সালে বিসিসিআইয়ের নগদ ও ব্যাংক ব্যালেন্স ছিল ৬,০৫৯ কোটি রুপি (প্রায় ৭,৯৯৭ কোটি টাকা)। অথচ এখন রাজ্য ক্রিকেট সমিতিগুলোকে বকেয়া প্রদান করেও সেই অঙ্ক বেড়েছে। বিসিসিআইয়ের সাধারণ তহবিলও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে যেখানে ছিল ৩,৯০৬ কোটি রুপি (প্রায় ৫,১৫৬ কোটি টাকা), ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭,৯৮৮ কোটি রুপি (প্রায় ১০,৫৪৪ কোটি টাকা)। ২০২৩-২৪ অর্থবছরের আয়কর বাবদ...