ক্যারিয়ারে ছয় বারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে বাছাইপর্ব খেলতে নেমেছেন পর্তুগালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের ৫–০ গোলের ম্যাচে দুটি গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যা এখন ১৪১। তবে এই ম্যাচে সবচেয়ে আবেগঘন পর্ব ছিল রোনালদোর গোল উদযাপন। গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় প্রয়াত সতীর্থ দিয়োগো জোটা ও তার ভাইকে স্মরণ করে আকাশের দিকে হাত তুলে গোল উৎসর্গ করেন তিনি। ২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর জোটা ৪৯ ম্যাচে ১৪ গোল করেছিলেন; রোনালদোর সঙ্গে জুটিতে এসেছিল ৭ গোল। এই ম্যাচে জোয়াও ফেলিক্স দুটি ও জোয়াও ক্যানসেলো একটি গোল করেন। ক্যানসেলো তার একটি গোলের পর জোটার স্বাক্ষরিত ‘প্লেস্টেশন সেলিব্রেশন’ করে শ্রদ্ধা জানান প্রয়াত সতীর্থকে। এদিকে রোনালদোর এই ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়া। বিশ্বকাপ বাছাইপর্বে...