অবশেষে কি একসঙ্গে আসছেন বলিউডের তিন খান- শাহরুখ, সালমান ও আমির? আরিয়ান খানের হাত ধরে কি পূর্ণ হতে চলেছে বহু দিনের প্রতীক্ষা? শনিবার সকালে সমাজমাধ্যমে একটি ছবি ভাইরাল হতেই নতুন করে উসকে উঠেছে জল্পনা। ছবিটি ক্যামেরার পিছন থেকে তোলা। দেখা যায়, একটি শুটিং সেটে প্রসাধনী ভ্যান রাখা রয়েছে। সেই ভ্যানের গায়ে স্পষ্ট লেখা শাহরুখ, সালমান ও আমিরের নাম। মুহূর্তেই প্রশ্ন জাগে, তবে কি সত্যিই এবার একসঙ্গে ধরা দেবেন তিন খান? উত্তেজনায় ফেটে পড়েন নেটাগরিকরা। একজন লেখেন, অনেক দিনের স্বপ্ন, তিন খানকে একসঙ্গে দেখা। মনে হচ্ছে, অবশেষে তা সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে? আরো পড়ুন :আমির, শাহরুখ, সালমানের ছবিও ফিকে ‘সাইয়ারা’র প্রেমের ছোঁয়ায় ইতোমধ্যেই গুঞ্জন জোরদার হয়েছে, আরিয়ান খানের পরিচালনায় তৈরি হতে চলা ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এই একসঙ্গে দেখা...