নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়ে কমপক্ষে ৫৫ জনকে হত্যা করেছে। কয়েক বছর ধরে বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি ফিরে আসা মানুষজন এই গ্রামে হামলা চালায়। রোববার ৭ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ক্যামেরুন সীমান্তের কাছে অবস্থিত দারুল জামার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে এই অভিযান চালানো হয় এবং বোকো হারামের যোদ্ধাদের এ হামলায় ৫৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন সেনাসদস্যও রয়েছেন। নিহতের সংখ্যা সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ছয়জন সৈন্যসহ ৫৫ জন নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত ৭০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আশপাশের ঝোপঝাড়ে এখনও আরও বাসিন্দা নিখোঁজ রয়েছেন।...