চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার ফাহমুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ আদেশ জারি করেন। এর আওতায় মীরের হাট থেকে এগারো মাইল সাব স্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার উভয় পাশ ও সংলগ্ন এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ফেইসবুকে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসাকে ব্যঙ্গ করে পোস্ট দেওয়ার অভিযোগে আরিয়ান ইব্রাহীম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ওই যুবককে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি পৌর সদরের ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান, পোস্টকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিক্ষোভে নামলে অন্তত তিনটি যানবাহন...