রাশিয়ার রাজধানী মস্কোতে শান্তি আলোচনায় বসার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ঘোষণা দিয়েছেন, যুদ্ধ চলমান অবস্থায় তিনি কখনো মস্কো যাবেন না। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তিনি চাইলে কিয়েভে আসতে পারেন। আমার দেশ যখন প্রতিদিন ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্ত, তখন আমি কোনোভাবেই সন্ত্রাসীর রাজধানীতে যেতে পারি না। তবে মস্কোতে না যাওয়ার সিদ্ধান্ত স্পষ্ট করলেও পুতিনের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত বলে জানিয়েছেন জেলেনস্কি। তার বক্তব্য, যেকোনো ফরম্যাটে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে তিনি রাজি। এদিকে ইউক্রেন–রাশিয়া যুদ্ধ পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকে বসেছিলেন পুতিন ও জেলেনস্কি। তবু কোনো সমাধান আসেনি। বৈঠকের পর ট্রাম্প মধ্যস্থতার আশ্বাস দিলেও যুদ্ধের অচলাবস্থা কাটেনি। আরো পড়ুন :রাশিয়ার ওপর নতুন...