রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগালের দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার দিবাগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। রাকিবুল ইসলাম বলেন, শুক্রবার জুম্মার পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদী জনতা। বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরাল পাগলের দরবার শরীফে। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা। সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত মানুষ আহত...