নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। শুরুতে এই দমন-পীড়নকে রাজনৈতিক নেতৃত্ব ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ হিসেবে তুলে ধরলেও, ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের বক্তব্যে এখন দেখা যাচ্ছে নাটকীয় পরিবর্তন। আওয়ামী লীগের সাবেক নেতারা এখন দাবি করছেন, আন্দোলন দমন করতে গিয়েই কিছু “অতিউৎসাহী” পুলিশ সদস্য ভুল করে গুলি চালিয়েছিল। কিন্তু, বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বিভিন্ন ফাঁস হওয়া কল রেকর্ডিংয়ে দেখা যাচ্ছে, গুলিবর্ষণের সিদ্ধান্ত এবং নির্দেশনা সরকারের সর্বোচ্চ পর্যায়, এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি জ্ঞাতসারে হয়েছিল। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে আন্দোলনের চূড়ান্ত পর্যায় পর্যন্ত বেশ কয়েকটি ফোনালাপের রেকর্ডিং সম্প্রতি ফাঁস হয়েছে। এসব কথোপকথনে শেখ হাসিনাকে কখনো রাগান্বিত, কখনো উদ্বিগ্ন, আবার কখনো কঠোর ও হুকুমের সুরে কথা বলতে...