যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে শিগগিরই বৈঠক হতে পারে। তবে সেটি বেইজিং বা ওয়াশিংটনে নয়, পূর্ব এশিয়ার অন্য একটি দেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পুরো পরিকল্পনাটি চলছে গোপনে, আর হোয়াইট হাউস এ বিষয়ে সতর্কভাবে ভাবছে। আগামী অক্টোবর-নভেম্বরে দক্ষিণ কোরিয়ার গেয়োংজু শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা অংশ নেবেন। ট্রাম্প চাইলে তাঁর শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে এ সম্মেলনে যোগ দিতে পারেন। সেখানে একদিকে যেমন মার্কিন বিনিয়োগ আহ্বান ও অর্থনীতি শক্তিশালী করার সুযোগ তৈরি হবে, অন্যদিকে শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ চীনা প্রেসিডেন্টও ওই সম্মেলনে যোগ দেবেন। তবে ট্রাম্পের এপিইসি সফর এখনো চূড়ান্ত হয়নি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, দক্ষিণ কোরিয়ায় সফর...