নিজস্ব প্রতিবেদক : দেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। শুধু তাই নয়, দলটি জানিয়েছে, আওয়ামী লীগের ‘ক্লিন ইমেজের’ নেতাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করুন), রংপুরে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। তিনি বলেন,“আওয়ামী লীগের সমর্থক, কিন্তু যার বিরুদ্ধে কোনো মামলা নেই — এমন যোগ্য প্রার্থী পেলে আমরা অবশ্যই তাকে মনোনয়ন দেব।” তিনি আরও জানান, জাতীয় পার্টি ৩৯টি আসনে নিজস্ব প্রার্থী দেবে। এমনকি ফরিদপুর ও গোপালগঞ্জের মতো আওয়ামী লীগ-ঘাঁটি জেলাগুলোতেও জাপা তাদের নিজস্ব ক্লিন ইমেজের প্রার্থী দেবে। বিএনপির প্রসঙ্গ টেনে মোস্তফা বলেন,“গণতন্ত্রের স্বার্থে বিএনপির একটি ভূমিকা থাকা উচিত। যদি জাতীয় পার্টি নির্বাচনে না...