সিলেটের সাদা পাথর শুধু একখণ্ড প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং এই সম্পদকে ঘিরে গড়ে উঠেছে স্থানীয় মানুষের জীবিকা, পর্যটনের সম্ভাবনা ও প্রাকৃতিক ভারসাম্যের প্রতীকী রূপ। অথচ এই সম্পদ দিনের আলোয় প্রকাশ্যে চুরি হয়ে গেছে, লুটপাট চলেছে নির্লজ্জভাবে। পরিবেশ বিধ্বংসী সাদা পাথর লুটের ঘটনা আমাদের প্রশাসনিক মূর্খতা ও স্থানীয় রাজনৈতিক শূন্য নৈতিকতার একটি প্রকৃষ্ট দৃষ্টান্ত। সিলেটের সাদা পাথর এক অনন্য সৌন্দর্য ও জীববৈচিত্র্যের আধার। এটা আমাদের একটি জাতীয় সম্পদ। এই প্রাকৃতিক ভান্ডারকে রক্ষা করা ছিল আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে ঘটে যাওয়া সাদা পাথর লুট প্রমাণ করেছে আমরা কেবল দায়িত্বহীন নই, বরং পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে মূর্খতার চরম নজিরও স্থাপন করেছি। সংবাদে শিরোনাম হয়ে এসেছে স্থানীয় প্রশাসনের রহস্যজনক উদাসীনতায় স্থানীয় নেতা, লোভী কিছু মানুষের ঐকমত্যে সাদা পাথর লুটের মচ্ছব...