বগুড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শাকিল খন্দকার (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাগনে তৌফিক ইসলাম।স্বজনদের অভিযোগ, হত্যার পর অভিযুক্তরা মব তৈরি করে উল্টো শাকিলের ছেলে জয়কে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয়। শাকিল সদর উপজেলার ছিলিমপুর এলাকার বাকিবুল্লাহ খন্দকারের ছেলে।জানা যায়, শহরের তেলিপুকুর এলাকায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শাকিলের সঙ্গে শামীম ও পলাশের বিরোধ চলছিল।শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে জমি কেনাবেচার পাওনা দেড় লাখ টাকা দেওয়ার কথা বলে আত্মীয় সুজনের মাধ্যমে শাকিলকে তেলিপুকুর গ্যাস পাম্পের পেছনের এলাকায় ডেকে নেওয়া হয়।ভোলায় ঘরে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যাসেখানে পৌঁছালে পলাশ ও শামীম তাদের ৩০-৪০ জন সহযোগী নিয়ে শাকিলের ভাগনে তৌফিককে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে...