নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর জানা যায়, দুর্নীতির মামলায় কারাগারে থাকা অবস্থায় তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে এক ব্যক্তির সঙ্গে একান্ত সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। ২০২৪ সালের ঈদুল আজহার আগে মতিউরের ছেলে ইফাত ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন। এই ঘটনার সূত্র ধরে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে এবং পরে তিনি কারাগারে যান। ১২ আগস্ট, দুর্নীতির মামলার শুনানির জন্য তাকে কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। শুনানি শেষে, বিকেল ৫টা ১৮ মিনিটে তাকে বহনকারী প্রিজন ভ্যান ও পুলিশের এস্কর্ট গাড়ি নরসিংদীর নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রায় ৫০ মিনিট যাত্রাবিরতি করে — যা...