দক্ষিণাঞ্চলের দৃষ্টিনন্দন পায়রা সেতুতে লোহার গ্রিল বসানোয় হারাচ্ছে সেতুর নান্দনিক সৌন্দর্য। নিরাপত্তার কথা বলে বসানো এই গ্রিলকে অনেক দর্শনার্থী ‘কারাগারের খাঁচা’ হিসেবে তুলনা করছেন। এতে হতাশ হয়েছেন দর্শনার্থীরা, পাশাপাশি কমে গেছে আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনা। পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মিত চার লেনের এ সেতুটি ২০২১ সালের ২৪ অক্টোবর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হয়। উদ্বোধনের পর থেকে সেতুটি হয়ে ওঠে একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিদিন বিকেল ও ছুটির দিনে হাজারো মানুষ এখানে ভিড় জমিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতেন। কিন্তু সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেতুর দুই পাশে উঁচু কংক্রিট দেয়ালের ওপর লোহার গ্রিল বসানো শুরু করে। বরিশাল অংশের প্রায় ৪৬৩ মিটার অংশে ইতোমধ্যে গ্রিল বসানো সম্পন্ন হয়েছে। সেতুর সৌন্দর্য হারানোর বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও...