নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহিদুল নামে এক ব্যবসায়ীর ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে। কাচঁপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জাহিদুল ইসলামের ঝুটের গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে আগুনে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ৯টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে রাত...