নারী একক টেনিসে দারুণ লড়াই শেষে শিরোপা ধরে রাখলেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। নিউইয়র্কের ফ্লাশিং মেডোজে অনুষ্ঠিত ইউএস ওপেনের ফাইনালে তিনি যুক্তরাষ্ট্রের উইম্বলডন রানার-আপ আমান্ডা আনিসিমোভার বিপক্ষে সরাসরি সেটে ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে জয় তুলে নেন। এই জয়ে সাবালেঙ্কা টানা দুই বছর ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন। এর আগে ২০১৪ সালে সেরেনা উইলিয়ামস পরপর দুই বছর এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন। বিশ্ব এক নম্বর তারকা সাবালেঙ্কার ক্যারিয়ারের এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। চারটিই এসেছে হার্ড কোর্টে— দুটি অস্ট্রেলিয়ান ওপেন এবং দুটি ইউএস ওপেন। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে সাবালেঙ্কা বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এখানে এসেছেন, যারা দূর থেকে উড়ে এসে আমার বক্সে ছিলেন। আমি আরও অনেক ফাইনালে খেলতে চাই। সেইসঙ্গে আমি চাইব তোমরা যেখানেই থাক না কেন, আমার পাশে থেকো।’...