জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৯৮ সালে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়, তবে এর প্রস্তুতি বেশ আগে থেকেই শুরু হয়েছিল। কমিউনিটি ক্লিনিক হলো ৪ কক্ষ বিশিষ্ট একটি ছোট একতলা ভবন, যা কমিউনিটি সদস্যদের কর্তৃক দানকৃত ৫-৮ শতাংশ জমির ওপর সরকারি তহবিলে তৈরি করা হয়েছে। বর্তমানে সারা দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৪৬৭-এ। কমিউনিটি ক্লিনিক বর্তমানে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্যের নেতৃত্বে সমাজের বিভিন্ন স্তরের জনগণ নিয়ে গঠিত ১৩-১৭ সদস্য বিশিষ্ট কমিউনিটি গ্রুপ কমিউনিটি ক্লিনিক পরিচালনা করে। তিন মাসের প্রশিক্ষণপ্রাপ্ত উচ্চমাধ্যমিক শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি-ই এই ক্লিনিকগুলোর প্রধান সেবাদানকারী। বর্তমানে দেশে সিএইচসিপি-র মোট সংখ্যা ১৩,৯২৩ জন। মূল পরিকল্পনায় স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারীর সপ্তাহে তিনদিন সেবা প্রদানের কথা...