ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) গাজা সিটিতে আরও একটি বহুতল ভবন ধ্বংস করেছে। টানা দুই দিনে দ্বিতীয়বারের মতো উঁচু ভবন গুঁড়িয়ে দিলো তারা। শনিবার সুশি টাওয়ার ধসে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি’। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ভবনটি হামাস ব্যবহার করছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। এর আগে ইসরায়েলি বিমান থেকে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট ছড়িয়ে বাসিন্দাদের দক্ষিণে আল-মাওয়াসিতে চলে যেতে বলা হয়। আইডিএফের আরবি মুখপাত্র আভিখাই আদ্রেয়ি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, হাজারো মানুষ ইতোমধ্যে সেখানে গেছে, আরও অনেকে যোগ দিতে পারে। ইসরায়েল দাবি করেছে, ওই এলাকায় চিকিৎসা, পানি ও খাদ্যের ব্যবস্থা থাকবে। জাতিসংঘ অবশ্য বলছে, আল-মাওয়াসির তাঁবু শিবিরগুলোতে ভিড়...