নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি গ্রামে ভয়াবহ হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি গ্রামবাসীরা সেখানে ফিরে এসেছিলেন। ক্যামেরুন সীমান্তের কাছে অবস্থিত দারুল জামা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সশস্ত্র যোদ্ধারা মোটরসাইকেলে করে এসে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর আল জাজিরার। মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। সরকারপন্থি একটি মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ৫৫, যার মধ্যে ছয়জন সেনা রয়েছে। এদিকে দারুল জামার ঐতিহ্যবাহী প্রধান নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো অনেক বাসিন্দা আশপাশের জঙ্গলে নিখোঁজ রয়েছেন। তিনি আরও বলেন, তারা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের...