বান্দরবান পুলিশ লাইন্সের ব্যারাক ভবনের তিন তলার ছাদ থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার জানান, মারা যাওয়া রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।আরো পড়ুন:নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুচাচার শাবলের আঘাতে জামায়াত নেতার মৃত্যু, আটক ২ নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কনস্টেবল রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আব্দুস ছালামের ছেলে। তিনি বান্দরবান পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা পুলিশ লাইন্সের ব্যারাক ভবনের ছাদ থেকে লাফ দেন কনস্টেবল রাশেদুল ইসলাম। এ ঘটনায় তার দুই পা ভেঙে...