ভোলায় ঘরে ঢুকে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম হককে (নোমানী হুজুর) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আমিনুল ইসলাম জাতীয় ইমাম সমিতির ভোলা জেলা শাখার সহসভাপতি ও ভোলা আলিয়া মাদ্রাসার সানি মুহাদ্দিস ছিলেন। ঘটনার সময় তাঁর স্ত্রী ও তিন সন্তান শ্বশুরবাড়িতে অবস্থান করায় বাসায় একা ছিলেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এশার নামাজ শেষে বাসায় ফিরলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে আমিনুল ইসলামকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলা সদর থানার ওসি আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, “ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মরদেহ...