বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী অভাবের তাড়নায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন। ছেলে নাসুমের সঙ্গে চার বছরের বেশি সময় ধরে যোগাযোগ না থাকার কারণে তিনি বাধ্য হয়ে মাসিক ৮ হাজার টাকার বেতনে হাউজিং এস্টেটে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছেন। গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এমন সংবাদ। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নোটিজেনরা। হতবাক নাসুমের ভক্ত অনুরাগীরা।সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্ত, সমর্থকরা নানা ধরনের মন্তব্য করেন। অনেকেই মাতেন সমালোচনায়। আবার অনেকেই বলেন আসল ঘটনা না জেনে মন্তব্য করা উচিত নয়। ক্রিকেটাঙ্গনে যখন আলোচনায় নাসুমের ঘটনা ঠিক তখনই এ ইস্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিলেন টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। জানান, ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয়ের চেয়ে মাঠের পারফরম্যান্স নিয়েই আলোচনা হওয়া উচিত।মুমিনুল লেখেন, মাঠের পারফরম্যান্সই আলোচনার...