০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যার মধ্যে উদ্ধারকাজ চলাকালে নতুন করে আরেকটি দুর্ঘটনা ঘটেছে। বন্যায় বিধ্বস্ত মুলতান জেলায় উদ্ধারকারীদের বহনকারী একটি নৌকা ডুবে গিয়ে প্রাণ হারিয়েছেন পাঁচজন। প্রলয়ঙ্করী বন্যার কারণে লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং পশুপাখি ও কৃষিজমিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) মুলতান জেলায় এই দুর্ঘটনা ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, তীব্র স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। এতে পাঁচজন প্রাণ হারালেও বেশিরভাগ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এই দুর্ঘটনা পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে আরও করুণ করে তুলেছে। আল জাজিরার খবরে বলা হয়, চলতি মৌসুমি বৃষ্টির ফলে পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবসহ বিভিন্ন প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পাঞ্জাবের ত্রাণ কমিশনার নাবিল জাভেদ জানান, রাভি, শতদ্রু এবং চেনাব নদীর...