বলিউডে শুরু হয়েছে নতুন কানাঘুষো, আর তার কেন্দ্রে রয়েছেন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় ‘লুকআউট’ নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। এর মাঝেই বাড়ি ছেড়েছেন রাজ। আর এরই মাঝে শোনা যাচ্ছে, নতুন প্রেমে মজেছেন শিল্পা শেঠি। এবার ব্যক্তিগত ও আইনি ঝড়ে একসঙ্গে ধরা পড়ে গিয়েছে এই তারকার জীবনের নাটকীয় মোড়।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহর’। ছবি মুক্তির আগে তিনি ঘোষণা করেন, প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যাত্রাণে দান করবেন। তাতেও মেলেনি রেহাই। এবার নাকি স্ত্রীও ভুলতে বসলেন তাকে।সম্প্রতি ফারহা খান আসেন শিল্পার বাড়িতে; তার নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। বাড়ি ঢুকে ফারহা রাজের কথা জিজ্ঞেস করতেই শিল্পা জানান, তিনি তার স্বামী নয় বরং প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকেন। অভিনেত্রীর এমন কথা শুনেই...