নিজস্ব প্রতিবেদক : বিতর্কিত ব্যবসায়ী সেলিম প্রধান নামটি বাংলাদেশের অপরাধজগত এবং আন্তর্জাতিক প্রতারণার জগতে এক পরিচিত নাম। নানা বেআইনি কর্মকাণ্ড, বহুমাত্রিক বৈবাহিক জীবন এবং কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তিনি দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেলিম প্রধানের ব্যক্তিগত জীবনও তার মতোই জটিল। তার রয়েছে পাঁচ জন স্ত্রী, যাদের মধ্যে তিনজন অবস্থান করছেন রাশিয়া, আমেরিকা ও জাপানে, এবং দুজন বাংলাদেশে। সবচেয়ে আলোচিত বিষয় হলো, তার সর্বকনিষ্ঠ স্ত্রী একজন সরকারি কর্মকর্তা — সহকারী কাস্টমস কমিশনার, যিনি বর্তমানে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত। তার স্থায়ী ঠিকানা ঢাকার মোহাম্মদপুরের নূরজাহান রোডে। পিতার নাম হান্নান প্রধান, তবে নিজের প্রকৃত নাম সেলিম মিয়া হলেও পিতার নামের সঙ্গে মিলিয়ে তিনি সেলিম প্রধান নাম গ্রহণ করেন। সেলিম প্রধানের বিরুদ্ধে রয়েছে একাধিক অবৈধ ব্যবসা ও অপরাধের অভিযোগ: ক্যাসিনো ও...