জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের জামদানি প্রেমের কথা অজানা নয়। দেশি ঐতিহ্যবাহী এই শাড়ির লুকে নিজেকে উপস্থাপন করতেও ভালোবাসেন তিনি। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠান আর ফটোশুটে রুনার জামদানির সাজ হৃদয় কেড়ে নেয় সবার। আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ ও স্বভাবজাত হাসিতে সহজে দৃষ্টি কেড়ে নেন তিনি। শুধু ফটোশুটের জন্যই নয়, জামদানির প্রতি রয়েছে তার প্রকৃত ভালোবাসা।আরো পড়ুন:তীব্র গরমে দ্রুত বুড়িয়ে যাচ্ছে মানুষ: গবেষণামুরগির মাংস জীবাণুমুক্ত করার চার উপায় রুনা খান বলেন, ‘আমার তো বহুদিনের সংসার। প্রায় ১৬ বছর ধরে সংসার করছি। আর আমি যেহেতু জামদানি ভালোবাসি, সুতরাং আমার বর আমাকে বছরে বেশ কয়েকটি জামদানি উপহার দেয়। বছরে চারটা...