ডেক্লান রাইসের গোলে অবশেষে স্বস্তির জয় পেল ইংল্যান্ড। তবে ২-০ ব্যবধানের এ জয়েও তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই গেল। শনিবার দিবাগত রাতে ভিলা পার্কে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অ্যান্ডোরাকে হারিয়ে টমাস টুখলের দল টানা চার ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পেলেও খেলার ধার অনেকটাই ছিল নিস্তেজ। পুরো ম্যাচে ৮৩ শতাংশ সময় বল দখলে রাখলেও অ্যান্ডোরার গোলরক্ষককে খুব বেশি ভাবনায় ফেলতে পারেনি ইংল্যান্ড। ২৫ মিনিটে ননি মাদুয়েকের ক্রস ভুলবশত নিজেদের জালেই পাঠান অ্যান্ডোরা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান গার্সিয়া। এতে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে রিস জেমসের নিখুঁত ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন রাইস।আরো পড়ুন:দাপুটে জয়ে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্ব শুরুবিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই হোঁচট খেল জার্মানি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই হোঁচট খেল জার্মানি জয়ের পরও সন্তুষ্ট নন ইংল্যান্ড কোচ টমাস টুখল। তিনি বলেন, “এনার্জি ও মানসিকতা...